শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিআর সেভেনের দেখানো পথেই এবার কি হাঁটতে চলেছেন বেঞ্জেমা?

News Sundarban.com :
জুলাই ২১, ২০১৮
news-image

সিআর সেভেনের দেখানো পথেই এবার কি হাঁটতে চলেছেন আর এক রিয়াল তারকা বেঞ্জেমা? ইতালিয়ান সংবাদমাধ্যম এমনই দাবি করেছে। স্কাই ইতালিয়ার ক্রীড়া সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিওর দাবি, ইতালির এক সময়ের নামী ক্লাব এসি মিলান বেনজেমাকে দলে নিতে আগ্রহী। তিনি আরও দাবি করেছেন, গত সোমবার দুই ক্লাবের মধ্যস্থতাকারী লুডোভিক ফাত্তিৎজো এবং বেনজেমার এজেন্ট করিম দিয়াজিরি, মিলানের স্পোর্টিং সেন্টারে কোচ গাত্তুসো এবং স্পোর্টিং ডিরেক্টর ম্যাসিমিলিয়ানো মিরাবেল্লির সঙ্গে কথা বলেছেন। এর আগে রোনাল্ডোর ট্রান্সফারের খবর মারজিও সবার আগে টুইট করে জানিয়েছিলেন। এবার বেঞ্জেমার খবর দেওয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও রিয়াল কিংবা বেঞ্জেমার পক্ষ থেকে কিছুই বলা হয়নি। মারজিওর রিপোর্টে আরও বলা হয়েছে, ৪ বছরের চুক্তিতে বাৎসরিক ৯ মিলিয়ন ইউরো বেতনে নতুন ক্লাবে যোগ দেবেন বেঞ্জেমা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি বলে দিয়েছেন, বেঞ্জেমা যেতে চাইলে বাধা দেবেন না তিনি। এর আগে ১০০ মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্তাসে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।