বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালো কাজের জন্য পুরষ্কৃত  সিভিক ভলেন্টিয়ার

News Sundarban.com :
মার্চ ১০, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: হাতে কোন অস্ত্র নেই,রাত দিনের কোন বালাইও নেই,যখন যেমন তখন সেখানে ডিউটি করতে হয় । থাকে প্রাণের ঝুঁকিও। সেই প্রাণের ঝুঁকি নিয়ে নিজের কর্তব্য দৃঢ়তার সাথে পালন করলো এক সিভিক ভলেন্টিয়ার।

বিগত দিনে রাতের অন্ধকারে ৮ কেজি গাঁজা সহ দুষ্কৃতি কে আটক করে সুনাম কুড়িয়েছেন। নিজের কর্তব্যে প্রতি অবিচল থাকায় পুলিশ কর্তাদের নজের পড়ে যায় সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত পাটারী।

দক্ষতা এবং ভালো কাজের জন্য বারুইপুর পুলিশ জেলা থেকে পুরষ্কৃত করা হয়।বারুইপুর পুলিশ জেলা ভবনে বিশেষ সম্মান ও পুরষ্কার তুলেদেন অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) মাকসুদ হাসান।

ভালো কাজের সুবাদে সম্মানিত হয়ে সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত পাটারী জানিয়েছেন “পুলিশ বিভাগে কর্মরত থাকাকালীন নিজের কাজটা মর্যাদা ও নিষ্ঠার সঙ্গে পালন করা চেষ্টা করে থাকি।এই সম্মান পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ সম্মান পাওয়ার থেকে ধরে রাখাটাই চ্যালেঞ্জ।”