রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০২৩
news-image

ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়ক হিসেবে নিজের বর্ধিত বেতন আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিলেন বিরোধী দলনেতা। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিলেন একহাত। একাধিক ইস্যুতে চড়ালেন সুর।

শুভেন্দুবাবু বলেন, “বিস্তীর্ণ লালমাটি এলাকাতে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ প্রকৃতি মা দিয়েছেন। সেখান থেকে কী হচ্ছে ? এই যে বীরভূমে ডিসিআর, ভূমি দফতর যদি ২০০টি ডিসিআর কাটে, ৮০০টি নন-ডিসিআর পাথর চলে যাচ্ছে। বালি, কয়লা। একইভাবে ১০ হাজার কোটি টাকা রাজস্ব ভূমি দফতর থেকে আসার কথা। রাজ্যের কোষাগারে ১ হাজার কোটি জমা হচ্ছে। ৯ হাজার কোটি টাকা আপনার ভাইপো খেয়ে ফেলছেন। নিয়ে চলে যাচ্ছে। লাইন দিয়ে ওভার লোডিং গাড়ি স্লিপ দেখিয়ে যাচ্ছে।”

মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বিরোধী দলনেতা বলেন, “এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল। শিক্ষা শেষ করেছেন। ২০২৩ সালে রেজিস্ট্রেশন করার পরেও ৪ লক্ষ ছেলে-মেয়ে মাধ্যমিকে পরীক্ষা দিতে আসেনি। ২ লক্ষ উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষা দিতে আসেনি। কারণ, আগের দিনে লক্ষ্য ছিল শিক্ষিত হও, জ্ঞানার্জন করো। নিজেকে মানুষ হিসাবে তৈরি করো।