মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মার জনতার

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০১৮
news-image

  মোবাইল চোর সন্দেহে এক যুবককে ধরে বেধড়ক মারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ঘোষপাড়া এলাকায়। ধৃত যুবকের নাম সঞ্জয় দাস। ক্যানিং এর মমতা পল্লী এলাকার বাসিন্দা সে। স্থানীয়দের অভিযোগ ঘোষপাড়া এলাকার সঞ্জয় মল্লিক নামে এক দোকানদারের মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর স্থানীয়রা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। হাত পা বেঁধে বসিয়ে রাখে রাস্তার পাশে।

মাঝে মধ্যেই ক্যানিং বাজার এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে। এ বিষয়ে স্থানীয় থানায় জানিয়েও কোন লাভ হয়নি। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ক্যানিং বাজার সংলগ্ন ঘোষপাড়া এলাকায় একটি স্টুডিওতে নিজের মোবাইল ফোন চার্জে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় তার মোবাইলটা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলে এলাকার মানুষজন। ততক্ষনে অবশ্য নিজের অন্য সঙ্গীদের কাছে চুরি করা মোবাইল ফোনটি অন্যত্র সরিয়ে দেয় অভিযুক্ত। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর শুরু করেন। দীর্ঘক্ষণ মারধোরের পর হাত পা বেঁধে অভিযুক্তকে বসিয়ে রাখা হয় রাস্তার পাশে। পড়ে অবশ্য চুরির কথা স্বীকার করে অভিযুক্ত। শেষ পর্যন্ত উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল ফোন।