শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতুর রেলিং ভেঙে নয়ানঞ্জুলি তে পড়ে তলিয়ে গেল বাস

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০১৮
news-image

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নয়ানঞ্জুলি তে পড়ে তলিয়ে গেল বাসটি. ফোন কানে বাস চালাতে গিয়েই বিপত্তি। বালিরঘাট সেতুর উপর দিয়ে তখন উর্দ্ধশ্বাসে দৌরাচ্ছিল বাস।হঠাৎ আজ ভোরে ভয়াবহ ঘটনাটি ঘটে মূর্শিদাবাদের দৌলতাবাদ এ।বাস থেকে কয়েকজন যাত্রী কোনও মতে সাঁতরে পাড়ে উঠে এসেছেন৷ ঘটনা স্থলে পুলিস আসতে দেরি হওয়ায় প্রথমে স্থানীয় মানুষ জন উদ্ধার কাজে নামে।অসমর্থিত সূত্রের খবর, উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ৷ বাসটি নয়ানঞ্জুলিতে তলিয়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দেরিতে পুলিস ঘটনাস্থলে এলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। বেঁধেযায় জনতা পুলিস খন্ডযুদ্ধ।লাগিয়ে দেওয়া হয় পুলিসের গাড়িতে আগুন।জনতাকে ছত্রভঙ্গ করতে চালানো হল লাঠি, চলে কাঁদানে গ্যাস।ক্রেন ও নৌকার সাহায্যে বাসটির হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে ৷ নামানো হয়েছে ডুবুরি। তবে এখনও পর্যন্ত যাত্রী বোঝাই বাসটির কোনও খোঁজ মেলেনি৷ ডোমকল থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল বাসটি৷
কেন ঘটল এই দুর্ঘটনা? কত জনই বা ছিল ওই বাসে? এমন অনেক প্রশ্ন উঠেছে।শীতের সকালে কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকায়, নাকি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে থাকার জেরেই এই দুর্ঘটনা, তা স্পষ্ট নয়৷ যান্ত্রিক গোলযোগের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তবে উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন চালকের গাফিলতির কারনে এমনটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিসের পদস্থ কর্তারা।