বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবন্দি হয়ে অনাহারে থাকা মানুষের পাশে আজাদ ইউনাইটেড ক্লাব

News Sundarban.com :
এপ্রিল ১০, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, রামনগর গাজীপুর : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সর্বোচ্চ প্রশাসনের নির্দেশে চলছে লকডাউন। বন্ধ সমস্ত যানবাহন। নির্দিষ্ট সময় ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ। জনবহুল বাজারকে সরিয়ে নিয়ে আসা হয়েছে খোলা মাঠে। নির্দিষ্ট নিয়মকানুন মেনে দূরত্ব বজায় রেখে চলছে কেনাকাটা। লকডাউনের জেরে বন্ধ কাজকর্ম। গৃহবন্দী হওয়ার ফলে ঠিকমতো খাবার জুটছে না তাদের। এই পরিস্থিতিতে অনাহারে দিন কাটানো মানুষদের পাশে দাঁড়ালো রামনগর গাজীপুর পঞ্চায়েেতের “আজাদ ইউনাইটেড ক্লাব” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি সেই সংগঠনের সম্পাদক কামাল আহমেদ খানের পক্ষ থেকে গৃহবন্দি হয়ে অনাহারে থাকা ২৫০ জন মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পিঁয়াজ। উল্লেখ্য, পূর্বে রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েেতের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য কর্মীদের হাতে মাস্ক, ডেটল সাবান, ও স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রামনগর গাজীপুর পঞ্চায়েত প্রধান জামাল আহমেদ খান, সংগঠনের সম্পাদক কামাল আহমেদ খান সহ বিশিষ্টরা।