শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে কমিটির মত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পক্ষেই

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

দীর্ঘ সমীক্ষার পর অবশেষে কলকাতার বিবেকানন্দরোডের পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পক্ষেই মত দিল রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্ত কমিটি৷নবান্ন সূত্রের খবর, বিশেষ ওই তদন্ত কমিটিতে রয়েছেন খড়গপুর আইআইটির তিন বিশেষজ্ঞ অধ্যাপক ও রাজ্যের তদানীন্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷
দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে আলোচনা করে উড়ালপুল ভেঙে ফেলার পক্ষেই মত দিয়েছে কমিটি৷সংশ্লিষ্ট এলাকার মাটির মান পরীক্ষা করে কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মাটির মান খুবই খারাপ৷ তাই ওখানে ভবিষ্যতে নতুন করে সেতু নির্মাণ করা হলেও তা ভেঙে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না৷ তাই নতুন করে ওই এলাকায় সেতু না নির্মাণের পক্ষেই সুপারিশ করেছে কম
২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা নির্বাচনের মুখে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুলের একাংশ৷ ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের৷ উড়ালপুল নির্মাণের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ওই ঘটনার পর রাজ্যের তৎকালীন মুখ্যসচিব ও খড়গপুর আইআইটির তিন অধ্যাপককে নিয়ে বিশেষ তদন্ত কমিটি গড়েছিল রাজ্য সরকার৷ সম্প্রতি সেই কমিটি রাজ্যকে জমা দেওয়া রির্পোটে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পক্ষেই সুপারিশ করেছে৷