বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খুব অসহায় নামখানার শিবরামপুর গ্রামের বেশ কয়েকটি পরিবার

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২০
news-image

 

নিজস্ব প্রতিনিধি, নামখানা: কোরানোর থাবায় সারাদেশে চলছে লকডাউন। এই অবস্থায় মানুষের বাড়ির মধ্যে থাকা ছাড়া আর কোনও উপায় নেই ।
করোনা ভাইরাস শ্রমজীবী ও গরিব দুঃখী মানুষদেরকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। অভাবী মানুষদের জন্য এই সংকটময় মুহূর্তে খেয়ে পড়ে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তাই এই কোরোনা মোকাবিলায় সুন্দরবনের নামখানা ব্লকের শিবরামপুর গ্রামের বেশ কয়েকটি পরিবার হয়ে পড়েছে খুব অসহায়।
এই প্রসঙ্গে  গ্রামের বাসিন্দা পুষ্প বারিক জানান, এই লকডাউন এর ফলে আমার পরিবারের 10 হাজার টাকা দেনা হয়ে গেছে। আমাদের বাড়ির শেষ সম্বল একটি পা ভ্যান নিরুপায় হয়ে বিক্রি করে দিতে হল।
দিন আনে দিন খায়। এমনি অবস্থায় দেশ লকডাউনের মধ্যে থাকায় তাদের দৈনন্দিন খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে। ফলে এই সকল পরিবারের আগামী দিনগুলো কি ভাবে চলবে তা ভেবে আশঙ্কায় দিন গুণছে।