শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লেয়ারদের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে ‌যেতে চায় টিম ইন্ডিয়া

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০১৭
news-image

প্লেয়ারদের ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে ‌যেতে চায় টিম ইন্ডিয়া। একথা মাথায় রেখেই ভারতীয় দলের জন্য জেনেটিক ফিটনেস টেস্টের ব্যবস্থা করছে ক্রিকেট বোর্ড।

ওই টেস্টের ফলাফলের উপরে ভিত্তি করে তৈরি হবে জেনেটিক ফিটনেস ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্ট অনু‌যায়ী ট্রেনিং করলে খেলোয়াড়দের ফিটনেস বাড়বে, বাড়বে চোট সারিয়ে তোলার ক্ষমতা। এছাড়াও ধকল নেওয়ার ক্ষমতা থেকে গতিও আসবে প্লেয়ারদের মধ্যে।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, গোটা বিষয়টি ভারতীয় ক্রিকেট টিমের জন্য সুপারিশ করেছেন ফিটনেস ট্রেনার শঙ্কর বসু। এর জন্য করাতে হবে ডিএনএ টেস্ট। জেনেটিক ফিটনেস টেস্ট থেকে পাওয়া তথ্য ও প্লেয়ারদের ওজন, ডায়েট বিশ্লেষণ করে প্রত্যেক খেলোয়াড়ের জন্য পৃথক ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।