শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেইমারের ইনজুরি থেকে শুরু করে দল ছাড়া গুঞ্জন মিডিয়ার সৃষ্টি

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

নেইমারের ইনজুরি থেকে শুরু করে দল ছাড়া- সব খবরেই যেন মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। কোন খবরই বাদ দেওয়ার নয়। ‘রিয়াল নেইমারের জন্য কতটাকা নিয়ে বসে আছে’, ‘পিএসজি-রিয়াল সভাপতির নেইমার দর্শনে যাওয়া’, ‘ব্রাজিল তারকার ইনজুরির অবস্থা’- সব মিলিয়ে নেইমারের ব্যাপারে ‘আপ টু ডেট’ সংবাদ মাধ্যম। তবে আর্জেন্টিনার ফুটবলার ও নেইমারের পিএসজি সতীর্থ পাস্তোরের দাবি ব্রাজিল তারকা নেইমারের দল ছাড়ার খবর সঠিক নয়। বরং এটা মিডিয়ার খেলা।

মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে প্রস্তুতি শুরু করার আগে নেইমারের পিএসজি ছাড়া নিয়ে কথা বললেন হাভিয়ের পাস্তোরে। বলেন, ‘নেইমার পিএসজিতে ভালো আছে। অবশ্যই বার্সেলোনা এবং পিএসজি এক নয়। স্পেনের স্টেডিয়ামে খেলা এবং অন্যত্র খেলাও আলাদা ব্যাপার। তবে আমি মনে করি সে পিএসজি ছাড়বে না। এটা সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি। বাস্তবতার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।’

মেসির পরামর্শে আর্জেন্টিনা দলের হয়ে প্রথম একাদশে খেলার সুযোগ পাওয়া পাস্তোরে এ সময় হাভিয়ের মাচেরানোর আর্জেন্টিনা দলে খেলা নিয়েও কথা বলেন। অনেকের দাবি মাচেরানো মেসির বন্ধু বলে আর্জেন্টিনা দলে খেলেন। তবে একথা উড়িয়ে দিয়ে পাস্তোরে বলেন, ‘মেসির বন্ধু বলে নয়; সে অনেক অভিজ্ঞ এবং বিশ্বকাপের মতো আসরে কিভাবে খেলতে হয় সেটা সে জানে।’

এ সময় তিনি মেসির সঙ্গে তার বন্ধুত্বের কথাও বলেন। মেসির অনেক সময় কাটান বলেও জানান তিনি। ভবিষ্যতে স্পেনের ক্লাবের হয়ে খেলার লক্ষ্যের কথাও উল্লেখ করেন পাস্তোরে। তবে এখন তিনি পিএসজির হয়ে ভালোভাবে চলতি মৌসুম শেষ করতে চান।