শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনের হুমকিতে পর্ষদ

News Sundarban.com :
নভেম্বর ৬, ২০১৭
news-image

শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার অধিকার চেয়ে মামলার জট কাটতে না কাটতেই এবার টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও মামলার হুমকিতে চূড়ান্ত বিভ্রান্তিতে পড়েছে পর্ষদ । প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে লাগাতর বিভ্রান্তি তৈরির পেছনে প্রাথমিকে শিক্ষা পর্ষদের উদাসীনতা ও গাফিলতিকে দায়ী করেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীরা। নিজেদের অধিকার আদায়ের জন্য ইতিমধ্যেই সল্টলেকের পর্ষদ অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বলে জানা গিয়েছে ।
মামলার জটে আবার আটকে যেতে চলেছে এই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া । অনেক লড়াই ও আন্দোলনের পর টেটে বসার অধিকার পেয়েছেন প্রশিক্ষণরত প্রার্থীরা। যদিও সেই মামলা শেষ হওয়া এবং রায় পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর ২০ নভেম্বর ওই টেট মামলার পরবর্তী শুনানি ।
এই প্রসঙ্গে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের প্রতিনিধি সাইফুদ্দিন মল্লিক নামে এক চাকরী প্রার্থী বলেন, আমরা ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম । কিন্তু, পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কোন লাভ হয়নি । আমরা আমাদের অধিকারের দাবিতে পথে নামছি ।