শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়ালো

News Sundarban.com :
মে ৬, ২০২০
news-image

মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৭১ হাজার ৬৪ জন। চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাতে উদ্বেগ আরও বেড়েছে।

সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১২ লাখ ৪ হাজার ৩৫১ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩২৯ জন। আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, ২৯ হাজার ৫০১ জন।

তবে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ’ জনের ৬ জন মারা গেছে, যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।