শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০,৩২৩ শিক্ষকের চাকুরী-চ্যুতি ইস্যুতে নয়া বিতর্ক

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

সুপ্রিম কোর্টের নোটিসের পর ত্রিপুরার ১০,৩২৩ শিক্ষকের চাকুরী-চ্যুতি এবং তাদের পুনর্বহালের চেষ্টাকে কেন্দ্র করে নতুন বিবাদ দেখা দিয়েছে । এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া মেইল ফাঁস করে দেওয়ার পর রাজ্যের শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দিয়েছেন প্রদেশ বিজেপি প্রভারী সুনীল দেওধর। অন্যদিকে চাকরি আটকাতে বিজেপি মরিয়া বলে অভিযোগ করেছেন শিক্ষা মন্ত্রী।
১০,৩২৩ শিক্ষকের চাকরি ইস্যু কোনওভাবেই পিছু ছাড়ছে না। এবার এই ইস্যুতে নাম জড়াল বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধরের নাম। শিক্ষা মন্ত্রীর অভিযোগ, ১২ হাজার চাকরি যাতে দেওয়া না যায় তার জন্য পেছন থেকে সমস্ত কলকাঠি নাড়ছে বিজেপি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবরেকরকে করা একটি মেইল প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। ওই মেইলটি তিনি করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন সুনীল দেওধর। তবে মেইলের কোথাও ১২ হাজার চাকরি না দেওয়ার সম্পর্কে কিছু বলা ছিল না বলে জানিয়েছেন তিনি।