শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যাচ নেওয়া ফিল্ডারকে নিজের ব্যাট দিয়ে পেটালেন ব্যাটসম্যান

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০২১
news-image

পালিয়াকে থামানোর আগেই অবশ্য তাঁর ব্যাটের আঘাতে ২৩ বছর বয়সী পরাশর মাঠে লুটিয়ে পড়েন। সেখান থেকে পরাশরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এখনো পরাশরের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে গোয়ালিয়র শহরের পুলিশ সুপার রামনরেশ পাচৌরি। ম্যাচটি হচ্ছিল মেলা মাঠে। সেখানকার গোলা কা মন্দির পুলিশ স্টেশনের সুপার পাচৌরি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘পরাশর ক্যাচ নেওয়ার পর পালিয়া বেশ রেগে যায়।’

পুলিশ সুপার পাচৌরি বলেছেন, ‘পালিয়া আউট হওয়ার পর পরাশরের দিকে ছুটে যান এবং তাঁর মাথায় ব্যাট দিয়ে আঘাত করতে থাকেন। অন্য খেলোয়াড়েরা পালিয়াকে থামানোর চেষ্টা করেছেন। পরাশর এখনো হাসপাতালে আছেন, তাঁর জ্ঞান ফেরেনি।’ কে জানে বেচারা পরাশরের জ্ঞান আর ফিরবে কি না!

জ্ঞান ফিরে পরাশর সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন, এটাই সবার প্রত্যাশা। পরাশর সুস্থ হয়ে ফিরুন আর না-ই ফিরুন, এরই মধ্যে সঞ্জয় পালিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা করা হয়েছে হত্যাচেষ্টার অভিযোগ এনে। পালিয়ার হয়তো শিগগির মাঠে ফেরা হচ্ছে না!