ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি।
ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশের রেশ মিটতে না মিটতে রাজ্যের তরফে এই ঘোষণা নিঃসন্দেহে ধূপগুড়িতে তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ, অনেকদিন ধরেই এলাকার মানুষজন ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করার দাবি করছিলেন।
মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি ও বানারহাটের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ধূপগুড়ি মহকুমা। সেটা নিয়ে যা প্রক্রিয়া সেটা চলছে। বিদেশ থেকে ফিরে এই বিষয়ে বাকি যা করার, তা তিনি করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
সদ্যসমাপ্ত ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি কথা দিলে তা রাখি, আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ধুপগুড়ি মহকুমা হবে।’ সেক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এছাড়া ধূপগুড়ি হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।