All posts by tapas

ইমানুয়েল মাক্রোঁ এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবারই রাজস্থানের রাজধানী জয়পুরে এসেছেন তিনি। জয়পুরে পৌঁছনোর পর ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজস্থানের জয়পুরের আম্বার ফোর্টে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারীও। ২৬ জানুয়ারি, শুক্রবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রধান অতিথি হিসাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন এবং পরে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অ্যাট হোম’ সংবর্ধনায় যোগ দেবেন।

তৃণমূল কাউন্সিলর অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা গায়িকা-বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করে সিবিআই। বুধবার দেবরাজকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে ওই একই মামলায় তলব করা হয় কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। বৃহস্পতিবারেই দুই তৃণমূল নেতাকে কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন দেবরাজ এবং বাপ্পাদিত্য। নিজাম প্যালেসে ঢোকার সময় দেবরাজ বলেন, ‘‘বুধবার নোটিস দিয়ে বৃহস্পতিবার ডাকা হয়েছে। খুব অল্প সময় দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাও দেওয়া হয়নি। তবে আমি তদন্তে সহযোগিতা করব।’’ তদন্তে সহযোগিতা করবেন বলে জানান বাপ্পাদিত্যও।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২২ সালে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে জেলবন্দি তিনি। ধৃতদের তালিকায় রয়েছে একাধিক প্রভাবশালীর নাম। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তের অংশ হিসেবেই গত নভেম্বরে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর বাড়ি, অফিসের পাশাপাশি মেয়র পারিষদের স্ত্রী অদিতি মুন্সির স্কুলেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পর খালি হাতেই ফেরেন আধিকারিকরা। যদিও সূত্রের খবর, কাউন্সিলরের অফিসে টেটের প্রশ্নপত্র মিলেছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কলকাতা হাই কোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে, তাতে দেবরাজ এবং বাপ্পাদিত্যের নাম রয়েছে। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে জমা পড়া ওই রিপোর্টে দুই তৃণমূল নেতাকে নিয়োগ দুর্নীতির ‘এজেন্ট’ হিসাবে উল্লেখ করা হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূলের দুই কাউন্সিলর ছাড়াও ‘এজেন্ট’ হিসাবে মহিদুল আনসারি, জফিকুল ইসলাম, সজল কর এবং সৌরভ ঘোষের নামের উল্লেখ রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমপক্ষে ২-৩ ডিগ্রি নামতে পারে

কলকাতায় ফের জাঁকিয়ে শীত পরতে চলেছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সাংবাদিক বৈঠকে অধিকর্তা গণেশ দাস জানান, কলকাতায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নামতে চলেছে। তাপমাত্রা কমপক্ষে ২-৩ ডিগ্রি নামতে পারে। এর ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আসেপাশে থাকবে। অন্যদিকে আগামী ২৬ জানুয়ারি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না।

পাশপাশি ঝাড়খণ্ড তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের ওপর অবস্থিত অক্ষরেখাটি ক্রমশ কলকাতার দিকে সরে আসছে। তাই সকাল থেকেই তিলোত্তমা রোদের দেখা নেই। সারাদিন মেঘলা আকাশ ও টিপটিপ বৃষ্টির ধারা চলছে।

দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলা ছাড়া প্রায় সব জেলাতেই কলকাতার মত বৃষ্টিপাত দেখা যাবে। তবে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামীকাল কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার দাপট থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বুধবার বিকেলে হঠাৎই রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা ২৭ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ করেন। সেখানে রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণের বৈঠক হয় মুখ্যমন্ত্রীর।এদিনের বৈঠক নিয়ে রাজভবন বা নবান্ন সূত্রে কোন তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান, মূলত তিনটি বিষয় নিয়ে দুই পক্ষের বৈঠক হয়।

প্রথমত, ২৬ জানুয়ারি রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে সে মামলা নিয়ে আলোচনা হতে পারে। একইভাবে আগামী পাঁচ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। কিন্তু বিগত যে অধিবেশন চলেছিল তারই কোন ক্লোজিং হয়নি। কিন্তু যে কোন অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমতি লাগে এ ক্ষেত্রে যেহেতু অধিবেশন শেষ হয়নি। তাহলে ৫ তারিখের অধিবেশন শুরুটা হবে কিভাবে সেই জট কাটাতেই আজকের বৈঠক হয় বলে বিভিন্ন মহল মনে করছে।

ভগবান শ্রীরাম ও ভগবান শ্রী কৃষ্ণের পদধূলিতে পবিত্র হয়েছে উত্তরপ্রদেশ

ভগবান শ্রীরাম ও ভগবান শ্রী কৃষ্ণের পদধূলিতে পবিত্র হয়েছে উত্তরপ্রদেশ, বুধবার রাজ্যের স্থাপনা দিবসে এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যের মানুষকে ‘উত্তর প্রদেশ দিবস’-এর শুভেচ্ছা জানিয়ে একথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ‘উত্তরপ্রদেশ দিবস’ উপলক্ষ্যে সামাজিক মাধ্যম এক্স-এ রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর বার্তায় তিনি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রাম এবং শ্রী কৃষ্ণের কথা উল্লেখ করেছেন।

পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘আত্মনির্ভর উত্তর প্রদেশ’ করার কথাও বলেছেন। যোগী আদিত্যনাথ এক্স-এ লিখেছেন ‘উত্তর প্রদেশ দিবসে’ রাজ্যের সমস্ত বাসিন্দাদের আন্তরিক অভিনন্দন। ভক্তি, শক্তি এবং সংßৃñতির রাজ্য উত্তর প্রদেশের অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম এবং লীলাধারী ভগবান শ্রী কৃষ্ণের পায়ে শুদ্ধ হয়েছিল। তিনি আরও লিখেছেন, আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় ‘আত্মনির্ভর উত্তর প্রদেশ’ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ হই।

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা মানুষের কাছে পৌঁছনো দরকার

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা মানুষের কাছে পৌঁছনো দরকার, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এই মন্তব্য করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও বেসামরিক বিমান চলাচলের প্রতিমন্ত্রী ভি কে সিং সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলির প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন। তিনি বুধবার তিরুনেলভেলি শহরের কাছে রাজাবল্লীপুরমে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী সিং কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য তিরুনেলভেলি শহরের কাছে রাজাবল্লীপুরমে আয়োজিত বিকাশ ভারত সংকল্প যাত্রায় অংশ নেন। তিনি জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে কেন্দ্রীয় সরকার প্রচারের জন্য কাজ করছে না। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হল এই যাত্রার দ্বারা বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। এরসঙ্গে প্রচারের কোনও সম্পর্ক নেই। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার জনগণের সুফলের কারণে দরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলিকে নিখুঁত সমন্বয়ে কাজ করা উচিত যাতে মানুষ প্রকল্পগুলির সুবিধা পেতে পারে।

অবশেষে হল অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন

রামলালার বিগ্রহে প্রতিষ্ঠা পেল প্রাণ, উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল শ্রীরাম মন্দির। রাম মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণ প্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।

‘প্রাণ প্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রাম মন্দির থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি। রাম লালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদী। পুজোর সময় হাতে পদ্মফুল নিয়ে সংকল্প করেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চপ্রদীপে রামলালার আরতিও করছেন প্রধানমন্ত্রী মোদী। ‘প্রাণ প্রতিষ্ঠা’ সম্পন্ন হতেই শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই সময়ে রামায়ণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মন্দির ও তীর্থস্থান ঘুরে দেখেন তিনি। সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর গ্লাস থেকে চামচে করে তরল পানীয় খাইয়ে প্রধানমন্ত্রীর ব্রত ভাঙা হয়।

কাঁপছে মহানগরী তিলোত্তমা, জমজমাট ঠান্ডা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই

কনকনে ঠান্ডায় কাঁপছে মহানগরী তিলোত্তমা, জমজমাট ঠান্ডা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। সোমবার একধাক্কায় অনেকটাই নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। সোমবারই এই মরসুমের শীতলতম দিন। এর আগে ১৩ জানুয়ারি ১২ ডিগ্রির সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা।

শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই কমেছে তাপমাত্রা। জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে সোমবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। মঙ্গলবারের পর থেকেই আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে বলা মনে করা হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আর তার প্রভাব পড়তে পারে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায়।

এখন অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ প্রতিধ্বনিত হবে না, কারফিউ থাকবে না, এখন দীপোৎসব ও রামোৎসব হবে

সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে, মনে হচ্ছে আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি স্বাগত জানাই।” যোগীর কথায়, “সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে। মনে হয় আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি।” যোগী বলেছেন, “রাম মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে আমরা মন্দির নির্মাণের সংকল্প করেছি।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “এখন অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ প্রতিধ্বনিত হবে না। কারফিউ থাকবে না। এখন এখানে দীপোৎসব ও রামোৎসব হবে। রাজপথে প্রতিধ্বনিত হবে শ্রী রামের নাম ‘সংকীর্তন’, কারণ এখানে রামলালার প্রতিষ্ঠাই রাম রাজ্যের ঘোষণা।” রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং সংকল্প ছাড়া সম্ভব হত না। বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “আমাদের প্রজন্ম ধন্য, যাঁরা এই মুহূর্তের সাক্ষী হতে পারলেন।”

পুলিশের ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা, তোরণ উল্টে আহত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার

রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা। তোরণ উল্টে আহত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে রেড রোডে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়।

তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর শর্মা। তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি। এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মৌলালির ইনস্টিটিউ অফ নিউরোসায়েন্সে। সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়।