বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবভারতী থেকে ফেলে দেওয়া হল জ্যোতি বসুর ফলক, টু্যইট সি পি এমের রাজ্য সম্পাদকের

News Sundarban.com :
অক্টোবর ৭, ২০১৭
news-image

যুবভারতী ক্রীড়াঙ্গনের ভোল পাল্টাতে গিয়ে ফেলে দেওয়া হল জ্যোতি বসুর নামাঙ্কিত ভিত্তিপ্রস্তরের ফলক। শুক্রবার টু্যইট করে এর প্রতিবাদ করেন সি পি এমের রাজ্য সম্পাদক সূর‌্যকান্ত মিশ্র। তিনি জ্যোতি বসুর নামাঙ্কিত ভিত্তিপ্রস্তরের ফলক সরিয়ে দেওয়ার জন্য নিন্দা প্রকাশ করে বলেন, আর এস এস আর তৃণমূল ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। স্বয়ং জ্যোতি বসুর এই স্টেডিয়ামকে শুধু বাংলার নয় ভারতের গর্ব বলে উল্লেখ করেছিলেন।
এখন যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকলেই দেখা যাবে দু পাশের দেওয়ালে নতুন ভিত্তিপ্রস্তরের ফলক বসেছে। সেখানে লেখা সংস্কার হওয়া যুবভারতী নতুন ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। একপাশে ইংরেজি। অন্যদিকে বাংলায় লেখা। এর পাশাপাশি উধাও সেই পুরনো ফলক। স্টেডিয়ামের প্রধান গেটের বাঁ দিকে ছিল ফলকটি। তাতে লেখা ছিল, স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।