শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের দুটি টহল জাহাজকে সতর্ক করেছে জাপান

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

পূর্ব চীন সাগরে জাপানের সেনকাকু দ্বীপের জলসীমায় প্রবেশ করা চীনের দুটি টহল জাহাজকে সতর্ক করেছে জাপান। রোববার চীনের নৌবাহিনীর টহল জাহাজ দুটি জাপানের জলসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে।

জাপানের কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের টহল জাহাজ জাপানের একটি মাছ ধরার নৌকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। খবর এনএইচকে ওয়ার্ল্ডের

কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের জলসীমার ঠিক বাইরে যে তিনটি চীনা নৌযান চলাচল করছিল তাদের মধ্যে দুটি রোববার সকাল ১১টার আগে তাইশো দ্বীপে প্রবেশ করে। দুপুর ৩টা পর্যন্তও চীনের জাহাজ দুটি জাপানের জলসীমায় ছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পরে জাপানের কোস্টগার্ড চীনের টহল জাহাজগুলোকে অবিলম্বে জাপানের জলসীমা ত্যাগ করতে বলে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দক্ষিণ-চীন সাগর এবং পূর্ব চীন সাগরে নিজেদের তৎপরতা বাড়িয়েছে চীন সরকার। এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে বেইজিং এই তৎপরতা বাড়িয়েছে।