বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতাতেও নিপা ভাইরাস

News Sundarban.com :
মে ২৪, ২০১৮
news-image

এবার কলকাতাতেও নিপা ভাইরাস। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিত্সাধীন এক রোগী নিপা ভাইরাসে সংক্রামিত বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। চিকিৎসকরার জানাচ্ছেন, বাতাসে এই ভাইরাস ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। নিপায় আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে এলেই একমাত্র কেউ নিপায় আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোমায় চলে ‌যেতে পারেন।স্বাস্থ্য অধিকারিকেরা রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে ৷ জ্বর, মাথাব্যাথা, বমি ভাব- নিপার উপসর্গ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় ৷
নিপা ভাইরাসের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে কেরলের বাসিন্দারা।এই প্রান্হাতি ভাইরাসের জেরে কেরলে মৃতের সংখ্যা ছুঁয়েছে ১১ ৷ পাশাপাশি নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াল কর্ণাটক ৷