শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম‍্যাগাজিন মেলা 

News Sundarban.com :
মার্চ ২৫, ২০২২
news-image

বসিরহাটের ইছামতী নদীর পাড়ে টাউন হলে বসিরহাট মহকুমা ভাষাচর্যা পরিষদ ও শ্রাবস্তীর উদ্যোগে শুরু হল লিটল ম্যাগাজিন মেলা। সপ্তম বর্ষে পদার্পণ করা এই মেলা ৩ দিন ধরে চলবে।

যেখানে বসিরহাটের সংস্কৃতি প্রিয় মানুষদের জন্য থাকছে শিল্প-ভাস্কর্য্য ও চিত্র প্রদর্শনী, দিল্লী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পুস্তক-পত্রিকার ৫০টিরও বেশি স্টল রয়েছে। আর মেলার তিনদিন সন্ধ্যায় সমবেত শিল্প প্রিয় মানুষদের সামনে মঞ্চস্থিত হবে নৃত্যানুষ্ঠান, কবি সম্মেলন, কবিতা আবৃত্তি, বাউল সঙ্গীত পরিবেশন প্রভৃতি।

এই মেলা উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন সাহিত্যিক মনোরঞ্জন ব‍্যাপারী ও কবি রণজিৎ দাশ। পাশাপাশি বসিরহাট মহকুমা ভাষা চর্যা পরিষদের সভাপতি গৌতম চক্রবর্তী, শ্রাবস্তীর সম্পাদিকা সোনালী শীল সহ অন্য সকল সদস্যবৃন্দ। প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে তাদের মনের মাধুরী মেশানো শিল্পকলা ইছামতীর পাড়ের এই লিট্ল ম‍্যাগাজিন মেলাকে এক অন‍্য মাত্রা দিয়েছে।

এদিন মেলার চিত্র প্রদশনী দেখে ভিন রাজ্য থেকে আসা প্রকাশকরাও অভিভূত। সংগঠকরা বসিরহাটের ঐতিহ্য সকলের সামনে তুলে ধরার এই পরিকল্পনা সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।