রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জালে জড়িয়ে পড়া পাখিকে প্রাণে বাঁচালেন মানবিক সাংবাদিক

News Sundarban.com :
জানুয়ারি ৮, ২০২৪
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : সংবাদ করতে গিয়ে মানবিক ভূমিকায় অবতীর্ন হলেন জনৈক দৈনিক পত্রিকার সাংবাদিক সুভাষ চন্দ্র দাশ। তিনি মৃতপ্রায় একটি শালিক পাখির প্রাণ বাঁচিয়ে দিলেন।জানা গিয়েছে অন্যান্য দিনের মতো সোমবার বিকালে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন দৈনিক পত্রিকার সাংবাদিক সুভাষ চন্দ্র দাশ। ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েতের কুমার শা পাড়া এলাকায় পাখিদের চিৎকার শুনে দাঁড়িয়ে পড়েন। দেখতে পায় এক গৃহস্থের বাড়িতে জালের মধ্যে জড়িয়ে রয়েছে একটি শালিক পাখি।তিনি ওই বাড়ির লোকজনদের কে ডাকাডাকি করেন। ওই বাড়িতে কেউ না থাকায় আসরে নামেন সাংবাদিক সুভাষ চন্দ্র দাশ। তিনি প্রায় পাঁচ মিনিট সময়ের মধ্যে শালিক পাখি কে উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেন। তাঁর এমন মানবিক কর্মযঞ্জকে প্রশংসা জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় যুবক অভিনন্দন কয়াল জানিয়েছেন, ‘যে বাড়ির মধ্যে পাখিটি জালে আটকে গিয়েছিল সেই বাড়িতে কেউই ছিলেন না। সেই সময় ওই সাংবাদিকের নজরে পড়ে ঘটনাটি।তিনি মানবিক উদ্যোগ গ্রহণ না করলে শালিক পাখিটি অনায়াসেই মারা যেতো।সাংবাদিকের মানবিক ভূমিকায় পাখিটি প্রাণ ফিরে পেয়েছে।’

ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সুভাষ চন্দ্র দাশ জানিয়েছেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই জালের মধ্যে একটি শালিক পাখি জড়িয়ে গিয়েছে।প্রাণ বাঁচানো তাগিদে চিৎকার করছে।জাল কেটে পাখিটি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছি।’