শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় সামরিক অভ্যুথান চালাতে প্রস্তুত ইজরায়েল

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০২৩
news-image

বুধবার খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরই গাজার ভূখণ্ডে ঢুকে জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের সেনা। তবে অপারেশন সেরে আবার ইজরায়েলে ফিরে এসেছে বাহিনী। বৃহস্পতিবার সকালে একটি ভিডিও প্রকাশ করে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সেখানে দেখা যাচ্ছে, ইজরায়েলের সীমানা পেরিয়ে গাজার ভূখণ্ডে ঢুকেছে প্রচুর ট্যাঙ্ক।

এই ভিডিও টুইট করে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, “সংঘর্ষের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি হিসাবে গাজার উত্তরদিকে অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনা। ট্যাঙ্ক ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযান শেষ করে এলাকা ছেড়ে ইজরায়েলে ফিরে এসেছে সেনা।”

তবে, এই ভিডিও কবে তোলা হয়েছে বা গাজার কোন এলাকায় ইজরায়েলের সেনা অভিযান চালিয়েছে, তা জানা যায়নি।