সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবহাওয়া সতর্কতায় নামখানা থানার পক্ষ থেকে করা হল মাইকিং

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন প্রশাসনের। নামখানার বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় নামখানা থানার পক্ষ থেকে মাইকিং প্রচার।

ফের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতোমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার কারণে সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সমুদ্রে এবং নদীতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই সুন্দরবনের উপকূলীয় এলাকায় ফের প্লাবনের আশঙ্কা করছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকেই নামখানা থানার পক্ষ থেকে নদী উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার। পাশাপাশি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। অপরদিকে নামখানা থানার পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনে উঁচুস্থানে যাওয়ার জন্য বলা হচ্ছে।