শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কথা মমতার

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০২৩
news-image

মাদ্রিদে পৌঁছনোর আগেই শ্রীলঙ্কায় যাওয়ার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কলকাতা থেকে স্পেন উড়ে যাওয়ার পথে সংযোগকারী বিমানের জন্য দুবাইয়ে একটা লম্বা সময় থাকতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেখানেই তাঁর সঙ্গে আচমকাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিঙ্ঘের দেখা হয়। প্রথমে সৌজন্য বিনিময় এবং পরবর্তীতে কিছুক্ষণ কথা হয় দু’জনের মধ্যে।

তারই ফাঁকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সফরে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং একটি প্রতিনিধি দল। বুধবার সকাল দশটায় দুবাই থেকে সরাসরি বিমানে মাদ্রিদ যাওয়ার বিমানে ওঠার কথা ছিল। তার জন্য দুবাই এয়ারপোর্টের টার্মিনালে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।