রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাখি বন্ধনে বৃক্ষ বন্দনা,  রাখি বেঁধে সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করার বার্তা দিল স্কুল পড়ুয়ারা

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি: আজ রাখি বন্ধন উৎসব। গোটা রাজ্যে সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর লক্ষ্মীনারায়ণ বিদ্যামন্দিরে রাখি বন্ধন উৎসবকে ঘিরে উঠে এলো এক অন্য ছবি। সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করতে রাখি বন্ধনে বৃক্ষ বন্দনা কর্মসূচি গ্রহণ করে নারায়ণপুর লক্ষ্মী নারায়ণ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা। আজ নারায়নপুর লক্ষ্মীনারায়ণ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করার বিষয়ে বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার হাতে পদযাত্রা করে। তারপরেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীরা নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে ম্যানগ্রোভে রাখি বাঁধে।

প্রায় প্রতিবছর একাধিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাজার হাজার সবুজের মৃত্যু ঘটছে। পাশাপাশি প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ। আর যার কারণে বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন। পাশাপাশি বাড়ছে সুন্দরবনের নদী বাঁধের ভাঙ্গন। তাই সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করে নদী বাঁধের ভাঙ্গন রুখতে এবং সর্বোপরি সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নারায়নপুর লক্ষ্মী নারায়ণ বিদ্যামন্দিরের এই বিশেষ উদ্যোগ। বিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছে যাতে আগামী দিনের প্রত্যেককে বৃক্ষরোপনের বিষয়ে সচেতন হয় এবং সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করে সেই বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে আজ তারা নিজেদের বন্ধু-বান্ধবদের পাশাপাশি নিজেদের এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে ম্যানগ্রোভে রাখি বাঁধলো। পাশাপাশি আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষদের সুন্দরবনের অভয়ারণ্যকে রক্ষা করার বার্তা দিল বিদ্যালয়ের পড়ুয়ারা।