শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহকুমা হাসপাতাল কে সৌন্দর্য্য করে তুলতে তৎপর দিঘীরপাড় পঞ্চায়েত

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনার জেলার সুন্দরবন এলাকার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র ক্যানিং মহকুমা হাসপাতাল।প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার রোগী আসেন চিকিৎসা পরিষেবার জন্য।হাসপাতালের মধ্যেই রয়েছে বৃহদাকার একটি পুকুর।নোংরা আবর্জনায় ভরপুর।রোগী ও রোগীর পরিবার পরিজনেরা অনেক সময় বাধ্য হয়েই এই নোংরা পুকুরের জল ব্যবহার করেন।পাশাপাশি স্নান,জামা কাপড় ধোওয়া কাজ করেন।এমন ঘটনা একাধিকবার নজরে পড়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের।হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের পরিবার পরিজনদের কথা মাথা রেখে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।বিধায়কের নির্দেশে ক্যানিং দিঘীরপাড় পঞ্চায়েত মহকুমা হাসপাতালের পুকুর সংস্কারের কাজ শুরু করে। পুকুটি পুরোপুরি সংস্কার করে ব্যবহার যোগ্য করে তোলেন দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান শিলাদিত্য রায়,উপ প্রধান বিশ্ব দাস,পঞ্চায়েত সদস্য তন্ময় দাস(দীপু) সহ পঞ্চায়েত সদস্যরা।শুধু পুকুর সংস্কার নয়।হাসপাতালের পরিবেশ স্বচ্ছ রাখার জন্য বৃহদাকার পুকুরের চারপাশে শতাধিক নারিকেল,আম ও ফুলের চারাগাছ রোপণ করা হয়। এছাড়াও যাতে করে গাছগুলো বড় হয় সেবিষয়ে নজরদারী চালাবেন পঞ্চায়েতের লোকজন।

দিঘীরপাড় পঞ্চায়েত উপপ্রধান বিশ্ব দাস জানিয়েছে, হাসপাতাল এলাকায় যাতে পরিবেশ স্বচ্ছ থাকে বিধায়কের নির্দেশে সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আগামী দিনে ক্যানিং মহকুমা হাসপাতাল কে যাতে করে আরো বেশী সৌন্দর্য্য করে তোলা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলবে। হাসপাতালের সৌন্দর্য্য ফিরে আসায় স্বভাবতই খুশি রোগী ও রোগীর পরিবার পরিজনেরা।