শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সফল চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’, বুধের সন্ধেয় চাঁদের মাটি ছুঁল ভারত

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০২৩
news-image

মহাকাশ গবেষণার জগতে নতুন যুগের সূচনা হল।বুধের সন্ধেয় চাঁদের মাটি ছুঁল ভারত। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে অধোগমনের প্রক্রিয়া শুরু হয়। আগে থেকে ঠিক করে রাখা সময়ে, সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে শেষ মেশ চাঁদের মাটিতে পদার্পণ করে ল্যান্ডার ‘বিক্রম’।

 

২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযান ব্যর্থ হওয়ার পর, গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চন্দ্রযান-৩ তৈরি করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা I

 

চলতি বছরের ৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ভারতের তৃতীয় চন্দ্রাভিযান, চন্দ্রযান-৩ অভিযানের ঘোষণা হয়। সেই মতো ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়। এর পর ধাপে ধাপে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে, চাঁদের কক্ষপথে প্রবেশ করে। সবশেষে, উৎক্ষেপণের ৪১ দিনের মাথায় চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩।