মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাবাকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, শোকপ্রকাশ করলেন অক্ষয় কুমার

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২৩
news-image

চিরতরে বাবাকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী।খবর পেয়েই শুট ছেড়ে বিহারের বেলসান্ড গ্রামের উদ্দেশে রওনা হলেন পঙ্কজ।  শোকপ্রকাশ করলেন অক্ষয় কুমারও।

 

 

সোমবার পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি  পরলোকের উদ্দেশে যাত্রা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। গোপালগঞ্জ গ্রামে পণ্ডিত বেনারস তিওয়ারির শেষকৃত্য সম্পন্ন হবে।