শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করল হু

News Sundarban.com :
আগস্ট ১৭, ২০২৩
news-image

করোনার নতুন এক স্ট্রেনের জেরে ফের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই নতুন ভ্যারিয়েন্ট সেটি। ইজি.৫.১ নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত ব্রিটেনে তার প্রভাব শুরু করেছে সেটি। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকেই।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা-সম্পর্কিত এক নতুন রিপর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সব দেশ যাতে করোনা-সম্পর্কিত তথ্য দ্রুত জমা দেয়। ওই তথ্যের ওপর যাতে তারা নজরদারি করা যেতে পারে। মূলত করোনার এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মৃত্যুহার কেমন সেটাও দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন-সংক্রান্ত ব্যাপারেও কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না সেটা দেখতে বলা হয়েছে।

করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন রাস্তাঘাটে আর সেভাবে করোনার প্রটোকল মানার প্রবণতা নেই। করোনায় আক্রান্ত হওয়ার সংখ্য়া ক্রমশ কমেছে। তার সঙ্গেই করোনা নিয়ে উদ্বেগও কমেছে ক্রমশ।