শ্রীদেবীর ৬০তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগুল

প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীর ৬০তম জন্মদিনে রবিবার গুগুল ডুডল তাঁকে সম্মানিত করল৷
১৯৬৪ সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীদেবী। আসল নাম ছিল আম্মা ইয়াঙ্গের আয়্যাপান। সেটা হারিয়ে গিয়েছে তাঁর ছয়াছবির নামের আড়ালে।
চার দশকেরও বেশি ছিল তাঁর জীবনপথ। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। স্মরণীয় এই অভিনেত্রী অন্যান্য ঘরানার মধ্যে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে তামিল, তেলেগু এবং মালায়লাম চলচ্চিত্রে কাজ করেছিলেন। বিভিন্ন সময়ে অভিনয়ের সুবাদে অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন। ২০১৮-র ২৪ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন।