শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

­গঠিত হল ক্যানিং ১ পঞ্চায়েত সমিতি

News Sundarban.com :
আগস্ট ১২, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ৩০ আসন বিশিষ্ট ক্যানিং ১ পঞ্চায়েত সমিতি গঠিত হল শুক্রবার।পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নির্বাচিত হলেন মাতলা ২ পঞ্চায়েতের ২০ বছরের প্রধান উত্তম দাস।সহ সভাপতি হলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অনিমা মিস্ত্রী।উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষনার হওয়ার পর ক্যানিং ১ ব্লক এর ১০ পঞ্চায়েতের ২৪১ টি আসন,৩ টি জেলাপরিষদ এবং ৩০ টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল শাসক দল।

ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি উত্তম দাস জানিয়েছেন, ‘ক্যানিং এ উন্নয়ণের জোয়ার চলছে।সেই উন্নয়ণের জোয়ারে বিরোধীরা দিশেহারা।ক্যানিং ১ ব্লকে বিরোধী বলে কিছুই নেই। তবে উন্নয়ণের স্বার্থে সকল কে একত্রিত করে উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে পরিষেবা পায় সেই চেষ্টা করবো।’

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ‘আমি এবং আমার দাদা উত্তম দাস অনেক লড়াই করেছি।দলের বিরুদ্ধে কোন দিনও যাইনি।বামফ্রন্টের হার্মাদরা জেল খাটেয়েছে,গুলি করেছে।লড়াই চালিয়ে গিয়েছি যাতে ক্যানিংয়ে যাতে শান্তি বজায়।আমরা সন্ত্রাস পছন্দ করিনা এবং উন্নয়নের জন্য কোন আপোস নয়।তাইতো ক্যানিংয়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন।সমগ্র ক্যানিংয়ের বুকে মা মাটি মানুষের জয়ধ্বনি হচ্ছে এবং সবুজ আবির উড়ছে।আমাদের কাছে কে কোন পার্টী করে সে টা বড় কথা নয়।আগামী দিনে সকল কে একত্রিত করে ক্যানিংয়ের উন্নয়ণ কে আরো বেশি করে ত্বরান্বিত করবো এটাই আমাদের অঙ্গীকার।’