মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তৎপর হল হাওড়া পুরসভা

News Sundarban.com :
আগস্ট ২, ২০২৩
news-image

বৃষ্টি শুরু হতেই কর্পোরেশন এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওয়ার্ডগুলিতে অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। মোকাবিলায় পুরসভা ওয়ার্ডে ওয়ার্ডে চালাচ্ছে সচেতনতামূলক প্রচার। বিভিন্ন এলাকায় নর্দমায় ছোট জলাশয়গুলোতে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। বুধবার এই মাছ ছাড়ার প্রক্রিয়া শুরু করল পুরসভা।

পুর কমিশনার ধবল জৈন-কে সঙ্গে নিয়ে কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভা অর্থাৎ এক্কেবারে নিজ দফতরের লাগোয়া নর্দমায় এই মাছ ছেড়ে এদিন এই কর্মসূচির সূচনা করেন। পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য কর্মীদের হাতে সেই মাছ তুলে দেন তিনি।

যেগুলি সেই স্বাস্থ্য কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বিভিন্ন নর্দমায়, জমে থাকা জলে ছাড়বেন। যে মাছ মশার লার্ভা খেয়ে নেবে। এদিন সুজয় চক্রবর্তী এই বিষয়ে বলেন, ‘পুরসভা ডেঙ্গি মোকাবিলায় সবরকম ভাবে প্রস্তুত। এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রচার কাজ চালানো হচ্ছে।