সোমবার বিধানসভায় ডেঙ্গু সংক্রান্ত তথ্য-পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ডেঙ্গুর বলি এখনও পর্যন্ত ৮ জন, আক্রান্তের সংখ্যা চার হাজারের বেশি। সোমবার বিধানসভায় ডেঙ্গু সংক্রান্ত তথ্য-পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। জানালেন, ডেঙ্গু মোকাবিলায় অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে তাঁর কড়া বার্তা, টাকার দিকে না তাকিয়ে আগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা হোক। এদিকে, রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে কেন? এই প্রশ্ন তুলে আলোচনার দাবি করেন বিজেপি বিধায়করা। সেই দাবি খারিজ হওয়ায় ওয়াকআউট করে বিরোধী দল।
এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই ডেঙ্গু নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত ৪৪০১ জন। বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে তিনি বলেন, টাকার দিকে না তাকিয়ে ডেঙ্গু রোগী এলে ব্যবস্থা নিন, চিকিৎসা করান।