শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইলিশ ধরতে গিয়ে ডুবলো ট্রলার, উদ্ধার ৮ মৎস্যজীবি

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ: ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। গতকাল বিকেল নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে আরও গভীরে প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে একটি ট্রলার। ট্রলারটি ডুবে যাওয়ার পর ড্রাম ধরে কোনক্রমে বাঁচার চেষ্টা করেন ৮ মৎস্যজীবী। ঘন্টাখানেক বঙ্গোপসাগরের জলে ভাসতে থাকেন আট মৎস্যজীবী। সেই সময় অন্য একটি মৎস্যজীবী ট্রলারের মাঝিরা দেখতে পান।

মা মনসা নামের ওই ট্রলার ঘটনাস্থলে গিয়ে ৮ মৎস্যজীবীকে উদ্ধার করে। উদ্ধারের পর প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। উদ্ধার মৎস্যজীবীদের চিকিৎসা চলছে।

ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটি গতকাল সকালে ৮জন মৎস্যজীবী নিয়ে সাগর থেকে ইলিশ ধরতে পাড়ি দিয়েছিল।