শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হাওড়ায় আমতায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু

News Sundarban.com :
জুলাই ১৫, ২০২৩
news-image

হাওড়ায় আমতায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু। দিলেন পাশে থাকার আশ্বার। শীঘ্রই এ নিয়ে আইনি লড়াইয়েও নামবেন বলে জানালেন। শনিবার এভাবেই সুর চড়ালেন শাসকদলের বিরুদ্ধে। আওয়াজ তুললেন ছাপ্পা ভোট, ভোট পরবর্তী হিংসা নিয়েও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আমতায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোমা রায় সহ ৬ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, বেশ কিছু বাড়িতে শিকল তুলে দিয়ে বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয় আগুন।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আমতায় আরও একটা বগটুই করার চেষ্টা হয়েছে। কপাল ভাল, তাই অত বড় ক্ষতি হয়নি। এদিন আমতায় গিয়ে শুরুতেই আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। বাড়ি বাড়ি ঘোরেন। বাড়ির মহিলাদের সঙ্গেও কথা বলেছেন। ঘুরে দেখেছেন গোটা এলাকা। তারপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বিজেপি করার অপরাধে কী করেছে দেখুন। আমি এদের নিয়ে সোমবার রিট-পিটিশন দাখিল করব।