সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হিংসা-মৃত্যুর পরিসংখ্যানের মাঝেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জুলাই ১২, ২০২৩
news-image

রাজ্যে ভোট সন্ত্রাস ঘিরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এমন শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫ দিনে ভোটের বলি ৪৭। আর হিংসা-মৃত্যুর এই পরিসংখ্যানের মাঝেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত।’

এদিন মমতা স্পষ্ট করেন, ‘আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে! মুখ্যমন্ত্রী বলেন, ‘সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।’

এদিন তৃণমূলনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। যে ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?