বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু দুই মহিলার, আহত তিন

বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। জখম হয়েছেন আরও ৩ মহিলা। সোমবার দুপুরে গঙ্গাজলঘাটি থানার তড়কাবাইদ গ্রামে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)।আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে সকলেই বিপদ মুক্ত।
ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি দেবদাস বাজপাই মৃত ও জমখদের নিয়ে হাসপাতালে আসেন।হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, এরা সকলেই খেতমজুর পরিবারের সদস্য। জ্বালানির জন্য কাঠ কুড়োতে স্থানীয গ্ৰামবাসীরা জঙ্গলে যান। এদিনও সকালে তড়কাবাইদ গ্রামের খেতমজুর পাড়ার ৮ মহিলা জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি সংগ্রহের জন্য । জঙ্গল থেকে মাথায় শুকনো কাঠের বোঝা নিয়ে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়তে থাকে। গ্রাম ঢোকার কিছুটা দূরে একটি বিশাল বটগাছ রয়েছে। মহিলারা সকলেই বটগাছের তলায় আশ্রয় নেয়। সেই সময় বাজ পড়ে।