সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চোট পাওয়ার কারণে নমাজে অংশ নিতে পারেননি মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জুন ২৯, ২০২৩
news-image

চোট পাওয়ার কারণে বৃহস্পতিবার ঈদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনের নজরদারিতে রেড রোডে সুষ্ঠুভাবে সম্পন্ন হল নমাজ।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার বড় মসজিদ এবং নাখোদা মসজিদে, সকাল ৭টা নাগাদ টিপু সুলতান মসজিদে এবং সকাল সাড়ে ৮টা রেড রোডে নমাজে অংশ নেওয়ার কথা ছিল মমতার। কিন্তু চোট পাওয়ার কারণে নমাজে অংশ নিতে পারেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সকলকে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। সেই কপ্টার জরুরি অবতরণ করে সেবক এয়ারবেসে। হেলিকপ্টারের জরুরি অবতরণ করার সময়ে তাঁর চোট লাগে। ৭২ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও তার স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। সেই কারণেই এদিন নমাজে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী।