সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজভবনে গেলেন রাজীব সিনহা

News Sundarban.com :
জুন ২৫, ২০২৩
news-image

যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে রাজভবনে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যাতে আপাতত, রাজ্যপালের সঙ্গে তাঁর সংঘাতের অবসান হল বলে মনে করা হচ্ছে।

রবিবার বিকেলে কমিশনের দফতর থেকে বেরিয়ে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। এদিন বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে পৌঁছন রাজীব। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এর আগে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির আবহে রাজীবকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব। এর পর, গত বুধবার রাজীবের যোগদান রিপোর্ট (জয়েনিং রিপোর্ট) ফেরত পাঠান রাজ্যপাল বোস। যা নিয়ে রাজ্য রাজনীতি নাটকীয় মোড় নেয়।