কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি

অবশেষে রবিবার বিকালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকালে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিধায়কের বাড়ির সামনে আসেন। হাইকোর্টের নির্দেশের পর তাঁর নিরাপত্তায় সিআইএসএফ-এর সাতজন জওয়ান মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কোন ক্যাটিগোরির নিরাপত্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজির পাশাপাশি চলেছে গুলিও। প্রাণহানিও ঘটেছে। তারপরই রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে নিরাপত্তার আর্জি জানান নওশাদ। কিন্তু তাতেও লাভ হয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় জয় পেলেন বিধায়ক। হাইকোর্টের নির্দেশে রবিবার তাঁর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।