শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচনের জন্য আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল নির্বাচন কমিশন

News Sundarban.com :
জুন ২২, ২০২৩
news-image

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের রায়কে মান্যতা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পঞ্চায়েত নির্বাচনের জন্য আরও ৮০০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স চেয়ে চিঠি পাঠাল তারা। ফলে আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোটে ৮২২ কম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, আবার ফিরে এসে হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হয়েছিল, এবার তার থেকে বেশি সেন্ট্রাল ফোর্স নির্বাচনের কাজে মোতায়েন করতে হবে। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, সেই নির্দেশ কার্যকর করতে হবে ২৪ ঘণ্টার মধ্যেই। পরপর ধাক্কা খাওয়ার পর এবার কার্যত রণে ভঙ্গ দিল কমিশন। হাইকোর্টের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাল কমিশন। মাত্র ২২ কোম্পানি বাহিনী চাওয়ায় হাইকোর্টে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনারকে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছিলেন, ‘চাপ রাখতে না পারলে ছেড়ে দিন।’ শুধু তাই নয়, ২২টি জেলার ভোটের জন্য যে ২২ কোম্পানি বা ১৭০০ জওয়ান পর্যাপ্ত নয়, সে কথাও উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি। একদিনে নির্বাচন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। অধিক বাহিনী চাইতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। সেই সময় শেষ হওয়ার আগেই আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইলন কমিশন। ওয়াকিবহাল মহলের মতে, আদালতের নির্দেশের পর অধিক বাহিনী চাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না কমিশনের কাছে।