বীরভূমে মনোনয়ন দিয়েই জয়োচ্ছ্বাসে তৃণমূল

মনোনয়নপর্ব শেষ। নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক জায়গায় জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। এরমধ্যে বীরভূমের ১৬৭ টি পঞ্চায়েতের মধ্যে বিরোধীদের মনোনয়ন জমা না পড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩২টি পঞ্চায়েত দখলের পথে শাসকদল।
জানা গিয়েছে, সিউড়ি ২ ব্লকের ৬টি পঞ্চায়েতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করতে চলেছে। মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর পঞ্চায়েতে বেশিরভাগ আসনেই বিরোধী নেই। সেক্ষেত্রে বাকি আসনে ভোট হলেও শাসকদল পঞ্চায়েত বোর্ড দখল করবে। প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। বীরভূমের ১৬৭ টি পঞ্চায়েতের মধ্যে বিরোধীদের মনোনয়ন জমা না পড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩২টি পঞ্চায়েত দখলের পথে শাসকদল। ফের এই পঞ্চায়েতগুলির নিয়ন্ত্রণ হাতে পেতে চলেছেন ঘাসফুল প্রার্থীরা