সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এমন শান্তিপূর্ণ মনোনয়ন অতীতে দেখেনি বাংলা, মন্তব্য মমতার

News Sundarban.com :
জুন ১৬, ২০২৩
news-image

এমন শান্তিপূর্ণ মনোনয়ন অতীতে দেখেনি বাংলা, পঞ্চায়েত নির্বাচনে যে দু একটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তারজন্য দায়ী বিরোধীরাই। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, মনোনয়ন পর্বে রাজ্যজুড়ে যে বোমাবাজি, গোলাগুলির ঘটনা ঘটল, সেগুলি কি সিনেমার শ্যুটিং ছিল? অভিযোগ, মনোনয়ন পর্বের শেষ দুই দিনে ভাঙড়ে আইএসএফ কর্মীরা মনোনয়ন জমা দিতে এলে সংঘর্ষ বাধা দেয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের হয়ে পুরো ঘটনার নেতৃত্ব দেন তৃণমূলের দুই দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল হোসেন ও শওকত মোল্লা। গুলি, শয়ে শয়ে বোমাবাজ্‌ লাঠিসোঁটা নিয়ে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, প্রচুর সংখ্যক গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ভাঙড়ে। বিরোধীরা সোচ্চার হন এর প্রতিবাদে। কলকাতা হাইকোর্ট পরিস্থিতি বুঝে রাজ্যের প্রতিটি জেলাতে আধাসামরিক বাহিনী আনার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশনকে। যদিও এই হিংসার ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন শান্তিপূর্ণভাবেই পঞ্চায়েতের মনোনয়ন পর্ব মিটেছে, যা অতীতে কখনই ঘটেনি।