মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তপ্ত কাকদ্বীপ

মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে কাকদ্বীপ।এদিন সিপিআইএম প্রার্থীদের নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পরেই প্রতিরোধ গড়ে তুলতে সিপিআইএম কর্মী সমর্থকরা লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই হবে এবারের পঞ্চায়েত ভোট। সেই মোতাবেক শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এখনও পর্যন্ত ঠিক আছে ১৫ তারিখ পর্যন্ত মনোয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। আচমকা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ও মনোয়ন জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি তুলেছেন বিরোধীরা। এমনকী নির্বাচন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি বলেও অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি-কংগ্রেস জোড়া মামলা করেছে কলকাতা হাইকোর্টে। সোমবার তার শুনানী চলছে হাই কোর্টে।