রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃতীয় দিনে শান্তিতেই মনোনয়ন পত্র জমা হল ক্যানিং মহকুমা এলাকায়

News Sundarban.com :
জুন ১২, ২০২৩
news-image

অরিক দাশ, ক্যানিং – রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যেখানে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে সেই বিডিও অফিস থেকে এক কিলোমিটারের মধ্যে কোন জমায়েত করা যাবে না। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল ক্যানিংয়ে। ক্যানিং ১ বিডিও অফিসের সামনে কয়েক হাজার কর্মী সমর্থকরা জমায়েত করে দাঁড়িয়ে থাকে এদিন সকাল থেকেই। ডিজে ও ব্যান্ড পার্টি বাজিয়ে চলে নাচ গান। মনোনয়ন পর্ব শেষ হলে বিডিও অফিসের সামনেই চলে আবির খেলা ও মালা প্রদান। আর এমনই ছবি দেখলো ক্যানিং ১ নম্বর ব্লক।

এদিন ছিল মনোনয়ন পর্বের তৃতীয় দিন। মনোনয়ন পর্ব কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা রাখলেও তা ছিল একেবারে ফোস্কা গেরো। বিরোধীদের কে মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসইউসিআই এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের ১৪ জন প্রার্থী মনোনয়ন দিতে আসলে তাদেরকে মারধর করে বিডিও অফিস থেকে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রার্থী রামপ্রসাদ মিস্ত্রি। অভিযোগ করা হয়েছে তাদের প্রার্থীরা এদিন যখন মনোনয়ন জমা দেওয়ার জন্য যায়, তখন তাদেরকে সেখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়। কয়েকজন কর্মী আহত হয়েছে। তবে বাসন্তী এবং গোসাবাতে মনোনয়নপত্র জমা পড়ে যথারীতি শান্তিতেই। বাসন্তীতে এদিন বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। ক্যানিং ১ নম্বর ব্লক বিডিও অফিস এ বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে তৃণমূলের বেশ কিছু প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।১ নম্বর ব্লকের বিডিও শুভঙ্কর দাস বলেন, বিডিও অফিসের মধ্যে কোন ঘটনা ঘটেনি। বাইরের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। আমার কাছে অভিযোগ আসলে আমি উপযুক্ত ব্যবস্থা নিতাম।