মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে মহম্মদ মুস্তাক ফিরলেন তাঁর নিজের বাড়িতে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৬, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: গত কয়েকদিন আগে কাকদ্বীপ বাজারে অপরিচিত এক মানসিক অবসাদগ্রস্থ মানুষকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় কিছু মানুষ। তারা এই বিষয়টি পুলিশকে জানান, কাকদ্বীপ থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে স্থানীয় এক সোসাইটিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।

সোসাইটির পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে বৃদ্ধের পরিবারকে খুঁজে বের করার জন্য। কয়েকদিনের মধ্যেই হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের দ্বারাই পরিবারের হদিস পায়। বৃদ্ধের নাম মহম্মদ মুস্তাক(৭৭)। গ্রাম সিমলবারি ,থানা ও জেলা কিসানগঞ্জ, বিহার।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর ধরেই মানসিক সমস্যা রয়েছে মুস্তাকের। মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যান আবার একা ফিরেও আসেন। এবার মাস দুয়েক আগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন আর ফিরতে পারেননি। পথ ভুলে চলে আসেন কাকদ্বীপে। আজ তার ছেলে ও নাতি এসেছেন কাকদ্বীপ থানার আই সি শিবুঘোষ, হ্যাম রেডিও-র প্রতিনিধি দিবস মন্ডল ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বাবাকে নিতে। বাবাকে পেয়ে চোখে মুখে আনন্দের ছাপ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবাকে নিয়ে যায় নিজের বাড়িতে।