মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে ভারত

News Sundarban.com :
জুন ১০, ২০২২
news-image

আইপিএলে সময়টা ভালো যায়নি রেকর্ড দামে মুম্বাই ইন্ডিয়ান্সে পুনরায় নাম লেখানো ইষাণ কিষাণের। সময় ভালো যায়নি তার দল মুম্বাইয়েরও। তবে জার্সি গায়ে দিতেই অন্য রূপে ইষাণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের প্রথম টি-২০ ম্যাচে তার ব্যাটে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে ভারত। ঝড় দেখিয়েছেন হার্ডিক পান্ডিয়াও।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, ভারপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল,  বিরাট কোহলি ছাড়া খেলতে নেমেছে ভারত। পেস অ্যাটাকে নেই বুমরাহ-শামিও। ‘দ্বিতীয় সারির’ দলটির বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে বল হাতে সুবিধা করতে পারেননি রাবাদা-মহারাজরা। ব্যাট করতে নেমে ইষাণ এবং ঋতুরাজ গাইকোয়াড় ৫৭ রানের জুটি গড়েন। গাইকোয়াড় ফিরে যান ১৫ বলে তিন ছক্কায় ২৩ রান করে। এরপর ইষাণ ফিরে যান ১৩ ওভারের শেষ বলে। ততক্ষণে নামের পাশে তিনি তুলে ফেলেছেন ৭৬ রানের ঝকঝকে ইনিংস। ৪৮ বলে ১১ চার ও তিন ছক্কায় ওই ইনিংস সাজান তিনি।