শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেন লাইনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য কিছু ট্রেন বাতিল ও ট্রেনের পথ পরিবর্তন

News Sundarban.com :
এপ্রিল ৯, ২০২২
news-image

নিজস্ব প্রতিনিধি: অধিক ট্রেন চালানোর উদ্দেশ্যে মালদা ডিভিশনের ফারাক্কা-ধুলিয়ান গঙ্গা স্টেশনগুলির মধ্যে ডবল লাইন চালু করার জন্য  07 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে৷ একই সঙ্গে নন ইন্টারলকিং (এনআই) কাজও চলবে। এই কারণে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন পথ পরিবর্তন করে চলবে।

ট্রেন বাতিল এবং পরিবর্তিত পথের বিবরণ নিম্নরূপ:

ট্রেন পরিষেবা বাতিল:  13063 নম্বর  (হাওড়া-বালুরঘাট) এক্সপ্রেস, 13064 নম্বর (বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস এবং 13162 নম্বর (বালুরঘাট-কলকাতা) এক্সপ্রেস ট্রেন 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত, 13033 নম্বর (হাওড়া-কাটিহার) এক্সপ্রেস, 13145 নম্বর (কলকাতা-রাধিকাপুর) এক্সপ্রেস, 13163 নম্বর (শিয়ালদহ-সহরসা জংশন) এক্সপ্রেস, 13169 নম্বর (শিয়ালদহ-সহরসা জংশন) এক্সপ্রেস এবং 13147 নম্বর (শিয়ালদহ-বামনহাট) এক্সপ্রেস 9 এপিল থেকে 12ই এপ্রিল পর্যন্ত, 13034 নম্বর (কাটিহার-হাওড়া) এক্সপ্রেস, 13146 নম্বর (রাধিকাপুর-কলকাতা) এক্সপ্রেস, 13164 নম্বর (সহরসা জংশন-শিয়ালদহ) এক্সপ্রেস, 13170 নম্বর (সহরসা জংশন-শিয়ালদহ) এক্সপ্রেস এবং 13148 নম্বর (বামনহাট-শিয়ালদহ) এক্সপ্রেস 10 এপ্রিল থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত এবং 13161 নম্বর (কলকাতা-বালুরঘাট) এক্সপ্রেস 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত বাতিল থাকবে।

 

এছাড়া,  12363 নম্বর (কলকাতা-হলদিবাড়ি) এক্সপ্রেস 09 এবং 12 এপ্রিল, 12364 (হলদিবাড়ি-কলকাতা) এক্সপ্রেস 10 ও 13 এপ্রিল, 13173 নম্বর  (শিয়ালদহ-আগরতলা) এক্সপ্রেস 08 এবং 10 এপ্রিল এবং 13174 নম্বর (আগরতলা-শিয়ালদহ) এক্সপ্রেস 10 ও 12 এপ্রিল বাতিল থাকবে। অনুরূপভাবে 13175 নম্বর (শিয়ালদহ-শিলচর) এক্সপ্রেস 09 এপ্রিল, 13176 নম্বর (শিলচর-শিয়ালদহ) এক্সপ্রেস, 13181 নম্বর (কলকাতা-শিলঘাট টাউন) এক্সপ্রেস, 13159 নম্বর(কলকাতা-জোগবানি) এক্সপ্রেস এবং 15712 নম্বর (কাটিহার-হাওড়া) এক্সপ্রেস 11 এপ্রিল,  13182 নম্বর (সিলঘাট টাউন-কলকাতা) এক্সপ্রেস, 13160 নম্বর (জোগবানি-কলকাতা) এক্সপ্রেস এবং 15711 নম্বর (হাওড়া-কাটিহার) এক্সপ্রেস 12 এপ্রিল বাতিল থাকবে।

 

ট্রেন পরিষেবার পথ পরিবর্তন : 15657 নম্বর(দিল্লি-কামাখ্যা) এক্সপ্রেস 09 থেকে 11 এপ্রিলের মধ্যে বারাউনি জংশন-কাটিহার হয়ে, 15658 নম্বর  (কামাখ্যা-দিল্লি) এক্সপ্রেস 10 থেকে 12 এপ্রিল, 15648 (গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস 12ই এপ্রিল, পরিবর্তীত পথ কাহারুনী হয়ে, 15620 নম্বর (কামাখ্যা-গয়া) এক্সপ্রেস 11 এপ্রিল কাটিহার-মুঙ্গের-জামালপুর-কিউল জংশন হয়ে, 15619 নম্বর (গয়া-কামাখ্যা) এক্সপ্রেস 12ই এপ্রিল পরিবর্তীত  পথ কিউল জংশন-জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে চলবে৷

 

এছাড়া 13141 নম্বর (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) এক্সপ্রেস 09 থেকে 12 এপ্রিল, 15961 নম্বর (হাওড়া-ডিব্রুগড়) এক্সপ্রেস 10 থেকে 13 এপ্রিল, 15643  নম্বর (পুরী-কামাখ্যা) 09 এপ্রিল এক্সপ্রেস পরিবর্তীত পথ ব্যান্ডেল জংশন-বর্ধমান জংশন-রামপুরহাট-গুমানি হয়ে,  13142 নম্বর  (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) এক্সপ্রেস 10 থেকে 13 এপ্রিল,  15962 নম্বর (ডিব্রুগড়-হাওড়া) এক্সপ্রেস 09 থেকে 11 এপ্রিল, এবং 15960 নম্বর (ডিব্রুগড়-হাওড়া) এক্সপ্রেস 09  এপ্রিল পরিবর্তীত পথ  গুমানি-রামপুরহাট-বর্ধমান জংশন-ব্যান্ডেল জংশন হয়ে, 02517 নম্বর (কলকাতা-গুয়াহাটি) এক্সপ্রেস 10 এপ্রিল পরিবর্তীত পথ বর্ধমান জংশন-রামপুরহাট-গুমানি-ব্যান্ডেল জংশন হয়ে এবং  15959 (হাওড়া-ডিব্রুগড়) এক্সপ্রেস 10 ​​থেকে 13 এপ্রিল পরিবর্তীত পথ ব্যান্ডেল জংশন-রামপুরহাট-গুমানি হয়ে চলবে।

এছাড়াও, 09 এপ্রিল আগরতলা থেকে 13174 নম্বর (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 03 ঘন্টা বিলম্বে  ছাড়বে। ট্রেনটি আগরতলা থেকে 08.05 মিনিটের পরিবর্তে 11.05 মিনিটে ছাড়বে।