শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড হাসপাতাল করার আবেদন সল্টলেকের আমরি হাসপাতালের

News Sundarban.com :
নভেম্বর ৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কোভিড হাসপাতাল করার আবেদন নিয়ে সল্টলেকের আমরি হাসপাতাল কর্তৃপক্ষ দ্বারস্থ হল দমকলের দপ্তরের। সোমবার দমকল মন্ত্রী সুজিত বোসের কাছে একটি আবেদন করেছেন আমরি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিকে তাঁরা কোভিড হাসপাতাল তৈরি করতে চেয়েছেন। এই অনুমতি নেবার জন্য দমকল দফতরে একটি দরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে মন্ত্রী জানান, আমরি কর্তৃপক্ষ আবেদন করেছেন তাদের আবেদন খতিয়ে দেখা হবে। সবরকম নিয়ম না মানেন তাহলে ফায়ার দফতর থেকে লাইসেন্স দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হবে। প্রয়োজন হলে তারা ইন্সপেকশনের জন্য শীর্ষ আধিকারিকদের পাঠাতে পারেন।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর ২০১১ ভোর তিনটের সময় ঢাকুরিয়া আমরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আগুনের কারণে দম আটকে আনুমানিক প্রায় ৯০ জন এর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহুদিন ধরে বিভিন্ন মামলা চলেছিল সংস্থার বিভিন্ন ডিরেক্টরদের বিরুদ্ধে।