শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে রেল

News Sundarban.com :
নভেম্বর ২, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দীর্ঘ কয়েক মাস লকডাউনের জেরে যান চলাচল ব্যাহত, ব্যাহত রেল পরিষেবা।
বেকার ও দিনআনা দিনখাওয়া মানুষজন যারা এতদিন রেলের উপর নির্ভরশীল করে এসেছিলেন তারা আজ রুটি রুজির টানে দিশেহারা হয়ে পড়েছেন।
স্পেশাল ট্রেনে চড়তে দেওয়ার দাবিতে শনিবার ধুন্ধুমার হয়েছিল হাওড়া স্টেশনে। ট্রেনে চড়তে দেওয়ার দাবিতে যাত্রী বিক্ষোভ হয় হাওড়া স্টেশনে। কোনরকম ভাবে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

রেলের দাবি, ওই ট্রেন স্টাফ স্পেশাল। সেখানে সাধারণ যাত্রীদের উঠতে দেওয়ার অনুমতি নেই। ওই ঘটনার পরই লোকাল ট্রেন চালাতে চেয়ে রেলকে চিঠি দেয় রাজ্য সরকার।
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব এইচকে দ্বিবেদী জানান, কোভিডবিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। সেই চিঠির জবাব দিয়েছে রেল।

ওই চিঠিতে রেল জানিয়েছে, লকডাউনের শুরু থেকেই শহরতলির ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল। কিন্তু এখন তা কীভাবে শুরু করা যায় তানিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে চায় রেল। গত ৩১ অক্টোবর এনিয়ে রেলকে একটি চিঠি লেখে রাজ্য সরকার। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে রেল।